Currently Empty: ৳ 0.00
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে কিভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হবেন এ সম্পর্কে পুরো গাইডলাইন পেতে ” National University Research Hub & Scholarship Abroad ”আয়োজন করতে যাচ্ছে একটি লাইভ সেমিনার।
অনেকেরই স্বপ্ন থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার।স্বপ্ন যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার, তার জন্য প্রয়োজন সঠিক পথ, পরিকল্পনা এবং পদ্ধতির । কিন্তু তার জন্য সঠিক পথ, পদ্ধতি কোনটি হবে সেটি অনেকেই বুঝে না, জানে না।
তাই সঠিক পদ্ধতিতে কিভাবে, কোন পদ্ধতিতে ভর্তির জন্য আবেদন করবেন! কোন কোন বিষয় অনুসরণ করবেন ,কখন কোন পাবলিক বিশ্ববিদ্যালয় মাস্টার্স প্রোগ্রাম এডমিশন সার্কুলার দেয়, কিভাবে খুজে বের করবেন , ভর্তি পরীক্ষার প্রস্তুতি ইত্যাদি এসব কিছু নিয়েই আমাদের উক্ত লাইভ সেমিনার !
তাই দেরি না করে জয়েন করুন “National University to Public University Journey ” লাইভ সেমিনার ।
সেই সাথে National University Research Hub & Scholarship Abroad একটি Contest এর আয়োজন করেছে, যে সবচেয়ে বেশি গ্রুপে মেম্বার ইনভাইট দিয়ে বিজয়ী হবে তিনি সরাসরি থাকছেন আমাদের গেস্টদের সাথে.